ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ

একটি অশুভ চক্র গার্মেন্ট খাতকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতেছেঃওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ আগস্ট ২০১৮ ১৭:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৮ ১৭:৫৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়ে এবার একটি অশুভ চক্র গার্মেন্ট খাতকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতেছে। সেখানে তারা অবিরাম যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। কারা কারা যোগাযোগ করছে আমরা (সরকার) জানি। গতকাল রবিবার সচিবালয়ে তিনি তার কার্যালয়ে একথা বলেন।
 
‘১/১১ এর পদধ্বনি শুনছেন, হঠাৎ এমনটি বলছেন কেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের কাছে খবর আছে। বিএনপি নেতাদের বক্তব্য তো আছেই। তিনি বলেন, বিএনপি কোনো আন্দোলন করে সফল হতে পারেনি। ৯ বছরে ৯ মিনিটও তারা রাস্তায় দাঁড়াতে পারেননি।
 
এই যে আপনি বললেন, বিএনপি নয় মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি, বিএনপি তো অভিযোগ করে- তাদের দাঁড়াতে দেয়া হয় না’- পাল্টা এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের আমলে তো আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের আবদুস সামাদ আজাদ, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিমসহ সব নেতাই টিম ভাগ করে জিরোপয়েন্ট, বাংলামোটর, কলাবাগানসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়েছেন। ঢাকার বাইরে বিএনপির নেতারা সফরে গেছে, যেখানেই গেছে সেখানেই দুই দলের মারামারি হয়েছে। আজও (রবিবার) মওদুদের বাড়িতে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন: