তিনি বুধবার তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে।
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: