odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

বিএনপি নির্বাচনে না এসে সহিংসতার আশ্রয় নিলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ August ২০১৮ ১৮:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ August ২০১৮ ১৮:৪৮

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নিলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি বুধবার তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে।
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: