ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

রাজধানীতে চামড়ার বাজার জমে উঠেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ আগস্ট ২০১৮ ২২:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৮ ২২:১৪

পশু কোরবানি শেষ। চলছে চামড়া কেনাবেচা। রাজধানীর সবচাইতে বড় পাইকারি বাজার লালবাগের পোস্তার আড়তগুলোতে এখন চলছে কাঁচা চামড়া বেচাকেনার ধুম। বুধবার দুপুরে যারা চামড়া নিয়ে এসেছেন তারা একটু দামেই বিক্রি করেছেন।
 
এবার কাঁচা চামড়া বেচাকেনায় সরকারি দামের ধারের কাছে নেই। কেউ নির্ধারিত দর মানছেন না। যে যার সাধ্যতম চামড়া কিনছেন এবং বিক্রি করছেন।
 
পোস্তার চামড়া ব্যবসায়ীরা জানান,  সকালে বেশ ভাল দাম পেয়েছি। দামের কোন ঠিক নাই। চামড়া ৯০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
 
ঢাকা হাইডস অ্যান্ড স্কিনের ওমর আলী জানান, সকালে চামরা কম এলেও সন্ধ্যার মধ্যে পুরো এলাকায় হাঁটার নেই। এ বছর চামড়ার দাম অনেক কম। বড় আকারের একটা চামড়া ১২০০-১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।
 
তিনি আরো জানান, কাল-পরশুও পুরান ঢাকার অনেক জায়গাতে পশু কোরবানি হবে। সেক্ষেত্রে চামড়া আসতে থাকবে আরও দুই-তিন দিন।


আপনার মূল্যবান মতামত দিন: