ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

বিএনপি নেতাদের একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার চাওয়া ইতিহাসের নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডের প্রতি নিষ্ঠুর রসিকতাঃওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ August ২০১৮ ২২:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ August ২০১৮ ২২:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার চাওয়া ইতিহাসের নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা।
তিনি বলেন, ‘একুশে আগস্টের খুনিদের পৃষ্ঠপোষকরা এই হত্যাকান্ডেরর বিচার চায়। বিএনপি নেতারা বিচার চান! এটাকে কী বলবেন? ইতিহাসের নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা। বিএনপি খুন করে খুনের বিচার চাইতে পারে। দুর্নীতি করে দুর্নীতির বিচার চাইতে পারে, দন্ডিত হয়েও নিরাপরাধ বলে নিজেদের জাহির করতে পারে।’
ওবায়দুল কাদের আজ রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,
সভায় আরও বক্তব্য দেন
যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন অাহমেদ মহি, প্রেসিডিয়াম সদস্য মোতাহার হোসেন সাজু, অানোয়ারুল ইসলাম, অধ্যাপক অামজাদ হোসেন, ড. অাহমেদ অাল কবির, বেলাল হোসাইন, অাতাউর রহমান অাতা, অাবদুস সাত্তার মাসুদ, মাহবুবুর রহমান হিরণ, মো. ফারুখ হোসেন, , এ বি এম আমজাদ হোসেন, আতাউর রহমান, মাহবুবুর রহমান হিরণ, কাজী আনিসুর রহমান,
উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোমেন খান নিখিল,

দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট,

উওর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক জাফর হোসেন রানা প্রমুখ।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ওমর ফারুক বলেন, সড়ক-মহাসড়কে নসিমন-করিমনসহ ছোট ছোট যানবাহন নিষিদ্ধ করেছেন, ভালো কথা। ছোট যান চলাচলের বিকল্প কিছু না করেই এটা যে করলেন তাতে কাজটা কি খুব ভালো হয়েছে। এ কাজ যে করেছেন, তাহলে অামার স্ত্রী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেব কী করে? অামার মেয়েটা কি ট্রাকে করে কলেজে যাবে? অামার বাড়িতো মহাসড়কের পাশে, অামি চলাচল করবো কেমন করে? মহাসড়কের পাশে যারা বসবাস করে তাদের জন্য কোনো বিকল্প রাস্তাতো রাখেননি।
ওবায়দুল কাদের বলেন, এরা (বিএনপি) যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সারা দুনিয়ায় প্রচার করেছে। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য সব ধরনের চেষ্টা করেছে। নিরীহ শিশুদের যুক্তিসঙ্গত সামাজিক আন্দোলনকে নিয়ে ছদ্দবেশী কুচক্রীদের সঙ্গে মিলিত হয়ে বলেছে, ‘বাংলাদেশে গণহত্যা চলছে, যেখানে কোনো হতাহতই হয়নি।’
এই অপপ্রচার নোবেল বিজয়ীদের পর্যন্ত বিবৃতি দিতে প্রলুব্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এ কুচক্রি মহলের কতটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে-সেটা এখন দিবালোকের মত পরিষ্কার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরাই (বিএনপি) সেই দল যারা দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজ, পাগল ও মাতালদের দলে স্থান করে দিয়েছে। তারা এখন নির্বাচন চায় না। কারণ, তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই চক্রান্তের চোরাগলি বাছাই করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হঠানোর ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। একুশ আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আওয়ামী লীগ সেদিন সন্ত্রাসের শিকার হয়েছিল।
ওবায়দুল কাদের যুবলীগ নেতাকর্মীদের একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সতর্ক থাকার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: