odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬
একাত্তরের গণহত্যা

বিশ্বসভায় যেতে চায় বাংলাদেশ

Admin 1 | প্রকাশিত: ২৫ March ২০১৭ ২০:২২

Admin 1
প্রকাশিত: ২৫ March ২০১৭ ২০:২২

হানাদার বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরুতে বন্ধুদেশগুলোর পার্লামেন্টের সমর্থন পাওয়ার ওপর জোর দিচ্ছে সরকার। প্রয়োজনে জাতিসংঘ অথবা নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে যেতে চায় বাংলাদেশ।

সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই সব সূত্র বলছে, গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য একটি আন্তর্জাতিক আইনি পরামর্শক সংস্থা নিয়োগের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই সংস্থার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তোলাটা কার্যকর হবে, নাকি সেটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তোলা হবে। নিউ ইয়র্ক কিংবা জেনেভায় জাতিসংঘের দপ্তরে বিষয়টি তুলে ধরার চেয়ে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়াটা ফলপ্রসূ হলে সেখানেই যাওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন: