ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
অর্ধশত মামলার

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে ডিবি আটক করেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৮

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেই তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তার গ্রেফতারের খবরটি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, রমনা থানায় দায়ের করা মামলায় হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রায় অর্ধশত মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: