
শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা প্রয়োজন তা বিএসএমএমইউতে নেই। এখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। সুযোগ থাকলে রাষ্ট্রপতি-মন্ত্রীরা, নেতারা কেন বিদেশে গিয়ে চিকিৎসা করান? খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতির দিকে ঠেলে দিতেই সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। তার সুচিকিৎসার দাবি জানানো সত্ত্বেও আরো জুলুম করবে বলেই তার চিকিৎসার করা হচ্ছে না। শুক্রবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তিনি গুরুতর অসুস্থ। তার হাত, পায়ের ব্যথা আরও তীব্র হয়েছে।
রিজভী বলেন, আওয়ামী লীগের ট্রেনপথের নির্বাচনী প্রচারণা যেমন ব্যর্থ হয়েছে তেমনি সড়ক পথের নির্বাচনী প্রচারণাও ব্যর্থ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার ছাড়া যেভাবে নির্বাচনের কথা ভাবছে তাও ব্যর্থ হবে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার প্রকাশিত বইয়ে সত্য কথা লেখাতে সরকারের অন্তর্জ্বালা হচ্ছে বলে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, এস কে সিনহা দেশে বসেই সৎ সাহসের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু তার কাছে তো বন্দুক নেই। রাষ্ট্রের বন্দুকধারীরা তার দিকে বন্দুক তাক করে দেশের বাহিরে যেতে বাধ্য করে। আওয়ামী লীগ সরকারের লোকেরা একজন নিরস্ত্র প্রধান বিচারপতিকে সন্ত্রাসীদের কায়দায় বন্দুকের নলের মুখে দেশ থেকে তাড়িয়ে দেয়। এটা কোনও বীরের কাজ নয়, এটি কাপুরুষের কাজ।
নেতাকর্মীদের অব্যাহত গ্রেপ্তারের নিন্দা জানিয়ে রিজভী বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদকে পুলিশ শুক্রবার গ্রেফতার করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনিকে নতুন করে আরও একটি অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ড দেয়। আমি দলের পক্ষ থেকে শাহিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। মশিউর রহমান রনি’র রিমান্ড বাতিল ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
আপনার মূল্যবান মতামত দিন: