ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
ডিজে সামান্তার পর সাংবাদিক রুদ্র মিজান এর ব্যাক্তিগত রোষের স্বীকার এবার যুব বন্ধু

দৈনিক মানবজমিনের সম্পাদ, প্রকাশক ও প্রতিবেক এর বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানীর মামলা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ September ২০১৮ ২২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ September ২০১৮ ২২:২২

ঢাকাবিডিএক্সপ্র্রেস মে ২৮, ২০১৮ প্রকাশ হয় সাাংবাদিক রুুুদ্র মিজান এর বিরুদ্ধে আজ ও 

 ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদকঃ মতিউর রহমান চৌধুরী, প্রকাশক ঃমাহবুবা চৌধুরী, প্রতিবেদকঃ রুদ্র মিজান এর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা মহানগর দঃ যুবলীগের যুবলীগ সহ - সভাপতি, আলী আকবর বাবুল।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন সংগঠনের দফতর সম্পাদক এমদাদুল হক। আদালত শুনানি শেষে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তেজগাঁও থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন- পত্রিকাটির প্রকাশক মাহবুবা চৌধুরী ও প্রতিবেদক রুদ্র মিজান।
মামলার অভিযোগে বলা হয়, ২৭ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগ নেতার চাঁদা দাবি, আঞ্জুমানের ভবন নির্মাণ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
প্রতিবেদনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার লোকজন কর্তৃক বেওয়ারিশ মরদেহ দাফনের প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে যে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ইসমাইল চৌধুরী সম্রাটের বিরোধী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা এ সংবাদটি প্রকাশ করেছেন। প্রতিবেদনটি প্রকাশ হওয়ায় মামলার বাদী, যুবলীগ ও ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ কোটি টাকার সমপরিমাণ মানহানি ঘটেছে। তাই বাদী আদালতে এসে মামলাটি করেন।



আপনার মূল্যবান মতামত দিন: