ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
জনগণের অধিকার আদায় কারার জন্যে এই দিবসটি বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করে দার্শনিক নেতা "ওমর ফারুক"

"শেখ হাসিনার" জন্ম দিনকে "জনগনের ক্ষমতায়ন দিবস" হিসেবে পালনের ঘোষণা করায় যুবলীগের আনন্দ মিছিল,

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ September ২০১৮ ০৩:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ September ২০১৮ ০৩:৫৬

সফল রাস্ট্র নায়ক শেখ হাসিনার জন্ম দিনকে জনগনের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের ঘোষণা করায় যুবলীগের আনন্দ মিছিল, গতকাল ২৮ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উদযাপন করে ঢাকা মহানগর দঃ যুবলীগের সফল সভাপতি " যুববন্ধু" ইসমাইল চৌধুরী সম্রাট এর সভাপতিত্বে রক্ত দান কর্মসুচী, দোয়া-মাহফিল,আলোচনা সভায়
বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী  সফল রাস্ট্র নায়ক শেখ হাসিনার জন্ম দিন টি "জনগণের ক্ষমতায়ন দিবস " হিসেবে পালনের প্রস্ততাব দেন । চেয়ারম্যান আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী বলেন সফল রাস্ট্র শেখ হাসিনার জন্ম না হলে গনতন্ত্রের পুনুরুদ্ধার হতো না তাই শেখ হাসিনার জন্ম দিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের ঘোষণা করার দাবী জানান , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদেরের কাছে ২৮ শে সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাঠে ঢাকা মহানগর দঃ যুবলীগের শেখ হাসিনার জন্ম দিন উদযাপনের স্থানে । পরে ওবায়দুল কাদের তার বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান প্রস্তাব সমর্থন করে বলেন আমি নেএী আসলে তার সাথে কথা বলে , আগামী বছর ২৮ তারিখ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, উন্নয়নের রুপকার, মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনার জন্ম দিন উদযাপন করা হবে "জনগণের ক্ষমতায়ন দিবস" হিসেবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রস্তাবে,  আওয়ামী লীগ সাধারন সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি. ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শুভ জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস ঘোষনা করায় আজ ২৯ সেপ্টেম্বর, বিকাল ৪ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে যুবলীগের আনন্দ মিছিল করে   । এসময় দলটির সাধারন সম্পাদক, হারুন অর রশীদ, মহানগর উওর সভাপতি মাইনুল ইসলাম নিখিল, সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন। দক্ষিন সভাপতি, ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, রেজাউল৷ করিম রেজা, সহ আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখে, উল্লেখ আজকের এই আনন্দ মিছিল পূর্বক সমাবেশ যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট মাএ  এক ঘন্টার নোটিশে সফল করার জন্য দলের চেয়ারম্যান আলহাজ্জ্ব ওমর ফারুক ধন্যবাদ জানান আর দলটির দফতর 

সম্পাদক কাজী আনিসুর রহমান যুবলীগের চেয়ারম্যানকে  এ সফলতার জন্যে দারিয়ে স্যালুট প্রদর্শন করার আহবান জানালে সমাবেশ এর সকল নেতা কর্মী তাদেরএই                



আপনার মূল্যবান মতামত দিন: