ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫
সম্পাদকদের মর্যাদা ও অধিকার পুনরুদ্ধার করার লক্ষ্য এডিটরস ফোরামের মুল মিশন

সম্পাদকরা যাতে তাদের অধিকার ও মর্যাদা ফিরে পায় সেই জন্য এডিটরস ফোরাম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ October ২০১৮ ০৪:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ October ২০১৮ ০৪:২৯

বাংলাদেশ এডিটরস ফোরাম কেন ?

 এসম্পর্কে এডিটরস ফোরামের প্রেসলিস  
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণী মাফিয়াদের
কারণে আজ অনেক ক্ষেত্রে সংবাদপত্র শিল্প বিব্রতকর অবস্থায়
পড়েছে। সাংবাদিকতার নামে মহল বিশেষের নানাবিধ
অনৈতিক কর্মকান্ডে প্রকৃত সাংবাদিক ও পত্রিকার
সম্পাদকরা কোণঠাসা। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায়
রাখার স্বার্থে এবং সম্পাদকদের মর্যাদা বৃদ্ধি লক্ষ্যে কাজ করার
অঙ্গিকার নিয়ে আজ বাংলাদেশ এডিটরস ফোরাম যাত্রা শুরু
করতে যাচ্ছে। এ ফোরাম মিডিয়ায় গেড়ে বসা দুষ্টক্ষতের
শিকড় উপড়ে ফেলে সংবাদ পত্র শিল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা
প্রতিষ্ঠা কাজ করে যাবে। আর এ লক্ষ্যে সকল সম্পাদকদের পরামর্শ
এবং চুলচেড়া বিশ্লেষণের মাধ্যমে বিষয় ভিত্তিক এজেন্ডা তা
ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করা হবে। সংবাদপত্র শিল্প আজ
যাদের কারনে বিতর্কিত তাদের চিহ্নিত করে আইনের আমলে
আনতে প্রয়োজনীয় সংস্থাকে গাইড লাইন প্রদানের লক্ষ্যে
বাংলাদেশ এডিটরস ফোরাম কাজ করে যাবে। সংবাদপত্র ও
সামাজিক সমাজের নানাবিধ সমস্যার সমাধানের লক্ষ্যেও
এডিটরস ফোরাম যুগোপযোগী কর্মপন্থা নির্ধারন করবে।
জাতীয় ও আঞ্চলিক দৈনিক গুলো সরকার ঘোষিত শিল্পনীতি
মোতাবেক যাতে সব সুযোগ পায় সেই লক্ষ্যে কর্মসূচি
নেওয়া হবে। সংবাদপত্র প্রকৃত সাংবাদিক দিয়ে প্রকাশিত
অব্যাহত রাখার পাশাপাশি সম্পাদকরা যাতে তাদের অধিকার ও
মর্যাদা ফিরে পায় সেই জন্য এডিটরস ফোরাম ধাপে ধাপে
কর্মসূচি এবং কর্মবোদ্ধা এগিয়ে যাবে। সংবাদপত্র শিল্পের
সাথে সাংঘর্ষিক যেকোন নীতির বিরুদ্ধে তৎপর থাকবে
বাংলাদেশ এডিটরস ফোরাম। নবগঠিত এ সংগঠনকে
সারাদেশে বিশৃত ও প্রসার ঘটাতে সকলের সর্বাতœক
সহযোগীতা কামনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: