
অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্ট ৮ উইকেটে জিতলো স্বাগতিক ভারত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পাশাপাশি বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করলো বিশ্বসেরা দল ভারত। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নিয়ে টানা চার টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও গড়লো ভারত।
১০৬ রান জয়ের লক্ষ্যে বিনা উইকেটে ১৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো ভারত। ফলে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য টেস্টের বাকী দু’দিনে আরও ৮৭ রান দরকার ছিলো টিম ইন্ডিয়ার। হাতে ছিলো ১০ উইকেট।
জয়ের লক্ষ্যে নিয়ে চতুর্থ দিন শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়। রাহুল ১৩ ও বিজয় ৬ রান নিয়ে শুরু করেন। দলীয় ৪৬ ও ব্যক্তিগত ৮ রানে বিজয় ফিরে গেলে প্রথম উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের শিকার হন বিজয়।
এরপর ক্রিজে রাহুলের সঙ্গী হন চেতেশ্বর পূজারা। কিন্তু রানের খাতা খোলার আগেই রান আউটের ফাঁেদ পড়ে বিদায় নেন পূজারা। এতে চাপে পড়ে যায় ভারত। মারমুখী মেজাজ নিয়ে সেই চাপ দূর করেন চার নম্বরে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে। নিজের মুখোমুখি হওয়া প্রথম বল থেকে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রান তুলে নেন রাহানে। সবগুলো বাউন্ডার-ওভার বাউন্ডারি অসি পেসার কামিন্সের বিপক্ষে মেড়েছেন রাহানে। ফলে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
আর সেই কাজটি পরবর্তীতে সেড়েছেন রাহানে ও রাহুল। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫৯ বলে ৬০ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন তারা। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ও সিরিজের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন রাহুল। তার ৭৬ বলের ইনিংসে ৯টি মাটি কামড়ানো বাউন্ডারি ছিলো। অন্যপ্রান্তে ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন রাহানে।
বল হতে ৪ উইকেট শিকারের পাশাপাশি ৬৩ রান করা জাদেজা ম্যাচ সেরা নির্বাচিত হন। পাশাপাশি সিরিজে সর্বোচ্চ ২৫ উইকেট শিকারের সুবাদে সিরিজ সেরার পুরস্কারও লাভ করেছেন। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। নিয়েছেন ২৫ উইকেট। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বেশ উচ্ছসিতই ছিলেন বিশ্বসেরা বোলার জাদেজা, ‘আমার পারফরমেন্সের উন্নতির জন্য কোচ ও অধিনায়কের অবদান বেশি। বিদেশের মাটিতেও এমন পারফরমেন্স অব্যাহত রাখাই লক্ষ্য আমার। ভবিষ্যতে সেঞ্চুরি করার চেষ্টা করবো এবং দুই ব্যাট দিয়ে সেঞ্চুরির উদযাপন করবো।’
ইনজুরির জন্য এ ম্যাচে খেলতে না পারা বিরাট কোহলি সিরিজ জয়ের পর বলেন, ‘অবিশ্বাস্য। এখন পর্যন্ত এটিই আমাদের সেরা সিরিজ জয়। প্রথম টেস্ট হারের পর যেভাবে সিরিজ জিতেছি, এটি অবশ্যই প্রশংসার। অস্ট্রেলিয়া দুর্দান্ত লড়াই করেছে । দলের সবাই সিরিজ জয়ের জন্য নিজেদের সেরাটাই দিয়েছে।’
এই সিরিজ জয়ে টেস্ট র্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রাখলো ভারত। তাই ম্যাচ শেষে ভারত অধিনায়কের হাতে আইসিসির পক্ষ থেকে টেস্ট সেরার রাজদন্ড তুলে দেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩০০ ও ১৩৭, ৫৩.৫ ওভার (ম্যাক্সওয়েল ৪৫, ওয়েড ২৫*, জাদেজা ৩/২৪)।
ভারত : ৩৩২ ও ১০৬/২, ২৩.৫ ওভার (রাহুল ৫১*, রাহানে ৩৮*, কামিন্স ১/৪২)।
ফল : ভারত ৮ উইকেটে জয়ী।
সিরিজ : চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ভারত।
ম্যাচ সেরা : রবীন্দ্র জাদেজা (ভারত)।
সিরিজ সেরা : রবীন্দ্র জাদেজা (ভারত)।
আপনার মূল্যবান মতামত দিন: