ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

এডিটর ফোরাম এর পুর্নাঙ্গ কমিটি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৮ ০১:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৮ ০১:৪৩

সংবাদ বিজ্ঞপ্তি

রবিবার জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
বাংলাদেশ এডিটরস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত।
সংবাদপত্র শিল্পকে অপেশাদার চক্রের হাত থেকে রক্ষা এবং সারাদেশের সম্পাদকদের মর্যাদা বৃদ্ধি লক্ষ্যে কাজ করার অঙ্গিকার নিয়ে ১লা অক্টোবর যাত্রা শুরু করা বাংলাদেশ এডিটরস ফোরামের ২০১৮-২০২১ সালের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটির ঘোষণা করা হয়েছে। গতকাল সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি এস এম আবু সাঈদ, সম্পাদক দৈনিক আজকের সংবাদ, আখলাকুল আম্বিয়া সম্পাদক দৈনিক স্বাধীন বাংলা, আলহাজ্ব শাহ আলম সম্পাদক দৈনিক প্রথম বেলা, হুমায়ুন কবির পন্ডিত সম্পাদক দৈনিক জরুরী সংবাদ, এস এম নজরুল ইসলাম সম্পাদক মাসিক ইতিহাস অন্বেষা ও হাসনাইন সাজ্জাদী সম্পাদক পূর্বাপর, ড. নেছার উদ্দিন সম্পাদক চিন্তা ভাবনা, জাকির হোসেন ভূইয়া আজাদ সম্পাদক দৈনিক ল²ীপুর সমাচার । যুগ্ম সাধারণ সম্পাদক টি এম শওকত আলী মোস্তফা সম্পাদক দৈনিক বর্তমান কথা, মনিরুজ্জামান মিয়া সম্পাদক দৈনিক সোনালী খবর ও শাহিদুন আলম সম্পাদক দৈনিক সময় সংবাদ ও ডেলিকেট সম্পাদক বাবু হরিলাল মজুমদার। অর্থ সম্পাদক মিজানুর রহমান (সাপ্তাহিক খোজখবর), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ (দৈনিক স্বাধীন সংবাদ), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক ভোরের সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার নাথ (দৈনিক সূর্যোদয়), দপ্তর সম্পাদক মনির আহমেদ (পাক্ষিক অবসর), পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক এনামুল হক পাটোয়ারি (দৈনিক নয়া পয়গাম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ (দৈনিক সাহসী বার্তা), আন্তর্জাতিক সম্পাদক জাফর আহমেদ (পাক্ষিক শ্রমিক আওয়াজ), আইন বিষয়ক সম্পাদক আবু হেনা খোকন (আমাদের চট্টগ্রাম), শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক নটো কিশোর আদিত্য (দৈনিক প্রথম কথা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মাহবুবুল হক (পাক্ষিক পরশুরাম), ধর্ম বিষয়ক সম্পাদক- মুফতি ইফায়েত উল্যাহ শফিক (দৈনিক সাগর দেশ), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- নুরুন নাহার রিতা (দৈনিক নব জীবন), কার্যনির্বাহী সদস্যবৃন্দ এডভোকেট মোঃ ফারুক (দৈনিক জনতার অধিকার), এডভোকেট মীর মোশারফ হোসেন (সাপ্তাহিক নোয়াখালী), সামছুল হাসান মিরণ (দৈনিক আমার নোয়াখালী), ইয়াকুব নবী ইমন (দৈনিক জাতীয় নিশান), মাঈন উদ্দিন আহমেদ সেলিম (নোয়াখালী কন্ঠ), জিয়াউর রহমান হায়দার (ফেনীর ডাক), জহিরুল ইসলাম খোকন (মাসিক অবাক পৃথিবী), বুলবুল ভট্টাচার্য ( দি ক্রাইম), এ কে এম গোলাম ছরওয়ার (পাক্ষিক অর্থ খবর), আ স ম সামছুল হুদা বিপ্লব (জনতার বিপ্লব), নুরুল আফছার (মাসিক মৌলিক), সাহিদুর রহমান শাহীন ( আমাদের কক্সবাজার), ইব্রাহিম ইমন (দি টুরিষ্ট) ও গিয়াস উদ্দিন রনি ( আমাদের নোয়াখালী)। উল্লেখ্য গত ১লা অক্টোবর রাজধানীর নয়াপল্টনস্থ রুপায়ন তাজে নোয়াখালী সমিতির অডিটোরিয়ামে পত্রিকা সম্পাদকদের এক সভায় দৈনিক আমাদের বাংলা সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে সভাপতি এবং দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মোঃ রফিকুল আনোয়ারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ এডিটরস ফোরামের কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের ১ সপ্তাহের মধ্যে আজ ৪১ সদস্য কমিটির ৩৫ জনের নাম ঘোষণা করা হয়। ৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ এডিটরস ফোরামের নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। সকাল ১১ টার মধ্যে সংশ্লিষ্ট সকলকে ধানমন্ডির ৩২ নম্বরে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক
মুনির আহমেদ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ এডিটরস ফোরাম।



আপনার মূল্যবান মতামত দিন: