
জাহাঙ্গীর আলম: সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিবন্ধীদের জন্য কোনো কোটা না রাখায় রাজধানীর শাহবাগে অষ্টম দিনের মত লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা।
রবিবার তারা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। এর আগে গত শুক্রবার সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে দিন-রাত টানা অবস্থানের ঘোষণা দিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর মন্ত্রীসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রী পরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবরোধে নামেন বিভিন অঙ্গ সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ, উপজাতি সংগঠন ও প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন বিক্ষোভ শুরু করেন। শাহবাগ মোড়ে লাগাতার কর্মসূচি দেন।
আপনার মূল্যবান মতামত দিন: