ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দেশ থেকে দারিদ্রতা দুর করতে নৌকায় ভোট দিন-অর্থমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৪

নিজস্ব সংবাদদাতা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ও নৌকাকে জয়যুক্ত করলে দেশে তেমন গরিব থাকবে না।

বর্তমান সরকারকে আরো ৫ বছর ক্ষমতায় রাখলে দারিদ্রতার হার ১০% নেমে আসবে। এখন ৩ কোটি মানুষ গরিব। এর মধ্যে ১ কোটি মানুষ অতি দরিদ্র।

এদেরকে উপরে নিয়ে আসতে হবে। আমরা চাই ২০৪০ সালে দেশে কোন গরিব থাকবে না। তবে কিছু গরিব থাকবেই যারা প্রতিবন্ধি, বিধবা ও বয়স্ক।

তারা সব সময়ই রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। ১৬ কোটি মানুষ থেকে যখন দেড় কোটি মানুষকে দারিদ্রের হার থেকে বের করে নেব, তখনই আমাদের পূর্ণাঙ্গ সাফল্য আসবে।

বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা বড়শলা (নয়া বাজারে) সিলেট সদর উপজেলায় ১০ বছরে উন্নয়ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: