ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে - ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ০৫:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ০৫:৪০

অধিকারপত্র ডেক্স: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা যে যা বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অখণ্ড মনোবলে সবার কথা শুনেছেন। একেকজন দুইবার তিনবার বক্তব্য শুনেছেন, কেউ বাধা দেয়নি। আমাদের নেতারাও বক্তব্য রেখেছেন।

 বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংলাপে খোলামেলা আলোচনা হয়েছে। আলোচনা অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসবে, সে ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সমর্থন থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: