
বগুড়া, সান্তাহার প্রতিনিধি: শনিবার বেলা ১১টায় বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে ৯ শারীরিক প্রতিবন্দির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সান্তাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি-৩) অর্থ বছর ২০১৭-১৮ ইং তহবিল থেকে কেনা হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার মো: সাদেকুর রহমান।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ইউপি সচিব মোহাইমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা জোয়াদার, রেবেকা সুলতানা, ইউপি সদস্য রুহুল আমিন, শাহাজাহান আলী, আবদুল্লাহ আল মামুন, মারুফ উল হাসান শিপলু খান, সেলিম খান, মোস্তাফিুর রহমান তালুকদার, এমদাদুল হক ইনু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: