
অধিকারপত্র ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিকরা।
রোববার (নভেম্বর ০৪) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪দলীয় জোটের অন্যান্য শরিকদের বৈঠক শেষে ১৪ দল মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।
আগামী নির্বাচনে ১৪দল শরিকদের কোন দল কত আসন চায়? এ বিষয় নিয়ে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ১৪ দলের শরিকরা আসন বণ্টনের বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বিজয়ের সম্ভবনা বিবেচনা করে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ১৪দল পূর্ণ সমর্থন করে বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: