odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অগ্রযাত্রা বাংলাদেশের : আবিদা ইসলাম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ November ২০১৮ ১৪:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ November ২০১৮ ১৪:১৪

সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা অভূতপূর্ব । যেহেতু জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সুতরাং তাদের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় ।

সরকারের উন্নয়ন অগ্রগতি নিয়ে শনিবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী নারীদের ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ কথা বলেন। সেমিনারে অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষিকাসহ অন্যান্য পেশাজীবীরা।
সেমিনারে অংশগ্রহণকারীরা পরিবার তথা সমাজে সিন্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নারীদের প্রতি আরো শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিবার ও সমাজে তাদের অবদানের মূল্যায়নের পাশাপাশি সকল ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপনের উপর জোর দেন।



আপনার মূল্যবান মতামত দিন: