
রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার আগে শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। জুমার নামাজ আদায় করে সাঈদ তার প্রয়াত বাবা একেএম জহিরুল হকের কবর জিয়ারত করেন।
পরে তিনি ইব্রাহিমপুর, জিনোদপুর ও লাউর-ফতেহপুর এলাকার মুরব্বী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে তাদের দোয়া চান। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমবায় ও স্বনির্ভরতা সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সোহেল, জেলা যুবলীগ নেতা জাকারিয়া বাবু, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত ও একেএম রাশেদুল হক সুমন প্রমুখ। যুবলীগ নেতা একেএম মমিনুল হক সাঈদ আজ দলের মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। একেএম মমিনুল হক সাঈদ। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত।
ছাত্র রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাকে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর। এছাড়া তিনি আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতিসহ একাধিক ক্রীড়া ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। ১/১১ সময় আ’লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মমিনুল হক সাঈদ যুগান্তরকে জানান, দলের প্রতি আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনা করে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস। গণসংযোগে এলাকায় ব্যাপক সাড়া পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: