
অধিকারপত্র ডেক্স: প্রতিবন্ধী শিশুদের চোখের সমস্যায় বিশেষ সেবা দেয়া হয়েছে। যৌথভাবে এ সেবা পরিচালনা করে বেঙ্গল মিডিয়া করপোরেশন-আরটিভি ও ঢাকা আই কেয়ার হসপিটাল।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারে ব্লেসড চিল্ডেনস হোপ- বিসিএইচ’এর আয়োজনে আই ক্যাম্পে সেবা নেয় অর্ধশতাধিক প্রতিবন্ধী শিশু।
চোখের পরীক্ষা শেষে তাদের মাঝে চশমা বিতরণ করা হয়।
বিশেষ এই শিশুদের জন্য আগামীতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা।
ক্যাম্পে বিসিএইচ-এর প্রেসিডেন্ট ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ আশিক রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। তারা সুযোগ পেলে যোগ্যতা অনুযায়ী কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে পারবেন। তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি।
আই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও ঢাকা আই কেয়ার হসপিটাল এর সিনিয়র কনসালটেন্ট, ফ্যাকো, ল্যাসিক ও গ্লকোমা সার্জারি স্পেশালিস্ট ডা. হারুন উর রশিদ।
আপনার মূল্যবান মতামত দিন: