ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রাচীন ঐতিহ্যবাহী তাজহাট জমিদারবাড়ীর কিছু কথা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮ ০০:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮ ০০:১৬

জাহাঙ্গীর আলম: গঠনশৈলীঃ প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এরগঠনশৈলীপ্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণমেলেমধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়াদালানগুলোর একটামসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশেরঅন্য সকলপ্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়িআছে যারপ্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠেজাদুঘরপর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগেগুপ্তসিঁড়িরয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরিঘাঘট নদীরসাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখননিরাপত্তা জনিতকারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটিকালের বিবর্তনেশ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজাভ নকশা কিছুটা মলিন হলেওএখনো এর জৌলুষ বুঝাযায়। কথিত আছে রাণীর জন্যেই বিশেষ ক'রে এটি নির্মাণকরা হয়েছিল।
অবস্থান:

তাজহাট রাজবাড়ীবাতাজহাট জমিদারবাড়ীবাংলাদেশের রংপুরশহরের অদূরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটিজাদুঘরহিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয়স্থান।রাজবাড়ীটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরেঅবস্থিত।



আপনার মূল্যবান মতামত দিন: