
স্টাফ রিপোর্টার:মহাজোটের আসন বণ্টনের সমঝোতা হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রীন সিগন্যালের অপেক্ষা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (২১ নভেম্বর) সকালে দলের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল বলেন, নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে।
পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছ না বলে দাবি করে মন্ত্রী বলেন, বিএনপিকে এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে।
তফসিলের পর বিএনপির কোন নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন বলেও মন্তব্য করেন কাদের।
আপনার মূল্যবান মতামত দিন: