
স্টাফ রিপোর্টার: বিএনপি নির্বাচনের কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বিএনপি। কারণ কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত নেতাকর্মী পাহারা দেওয়ার অর্থ কি? তাহলে আমরাও যদি কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত লোকের ব্যবস্থা করি, অবস্থাটা কী হবে? তাহলে ভোট হবে না গৃহযৃদ্ধ হবে? ভোট হবে না ভায়োলেন্স হবে? ঐক্যফ্রন্টের নেতা এ ডক্টর কামাল হোসেনের কানা কড়িও মূল্য নেই, তার নেতৃত্বাধীন কোন কিছুই হয় না সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে।
তিনি বলেন, আওয়ামী লীগের কাছে নির্বাচন কমিশনের আচরণ এখনো পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুজছে তার দল।আওয়ামী লীগ চায় একটি সুষ্ঠু নিবার্চন করতে, সেই নিবার্চন বানচালের পায়তারা চলছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ‘হয়রানীমূলক’ মামলায় গ্রেপ্তারের করা হচ্ছে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মনোনয়ন প্রত্যাশীরা যদি পল্টনেৃ নৃত্য করতে করতে পুলিশের গাড়ির ওপর হামলা করে, পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলে, তারা কি নিরপরাধ? তারা যদি প্রার্থীও হয়, তাহলে কি ক্ষমা করা যাবে?”
বিএনপিই ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছে এ প্রসঙ্গ টেনে কাদের বলেন, “এখানে ঐক্যফ্রন্ট কোনো বিষয় নয়। ঐক্যফ্রন্ট জাস্ট একটা অ্যালায়েন্সের। যেহেতু তাদের (বিএনপি) নেতা-নেত্রী দণ্ডিত, তাদের চেয়ারপারসন কারাগারে, এই অবস্থায় কামাল হোসেনকে তারা ব্যবহার করছে।
আওয়ামী লীগ মনোনয়নের ক্ষেত্রে জরিপের কথা বললেও বাস্তবে প্রশাসনে গুরুত্ব রাখতে পারে এমন ব্যক্তিদের গরুত্ব দিচ্ছে বলে যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে- সে বিষয়ে তিনি বলেন, “এটা অ্যাবসলিউটলি রং। আমরা সম্পূর্ণভাবে সার্ভে রিপোর্টে ওপর ভিত্তি করে মনোনয়ন দিব। এখানে কোনো কমপ্রোমাইজ করে লাভ নেই। জনগণ চায় না এমন প্রার্থীকে আমরা কেন মনোনয়ন দেব? পরাজিত হওয়ার ভয়ও আছে ?
নিবন্ধন হারানো জামায়াত নেতাদের বিভিন্ন জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “জামায়াতে ইসলামী তাদের (বিএনপির) জোটে আছে। বিএনপি তাদের জানের-জান দোস্তকে কখনও হারাতে চায় না। কখনও এই বন্ধুত্বে ফাটল ধরবে না। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হলে জামায়াতের সেই জঙ্গি শক্তিটা দরকার আছে।
আপনার মূল্যবান মতামত দিন: