odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনীয়তা নেই: ইইউ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০১৮ ০০:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০১৮ ০০:৩৫

বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত উল্লেখ করে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা।

রোববার বিকেলে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান তারা।

বাংলাদেশে পাঁচ দিনের সফরে ইইউ’র পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা সরকার প্রধানসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

তারা বলেন, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক কথা শুনেছি, এখানে এসে তার বিপরীত চিত্র দেখেছি। এই মুহূর্তে এদেশে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ আছে। আমাদের কিছু ভুল ধারণা ছিল এদেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে।

তারা আরও বলেন, আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করে দেবে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করছি। যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তাই বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ।

বাংলাদেশের উন্নয়ন ও সৌন্দর্য তাদের নজর কেড়েছে বলেও উল্লেখ করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: