odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বিয়ের আগেই বদলে গেলো প্রিয়াঙ্কার নাম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৮:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০১৮ ১৮:৫৭

বলিউড তারকা প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাস বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর চলবে এই তারকা যুগলের বিয়ের আয়োজন। এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বদলে গেলো প্রিয়াঙ্কার নাম। প্রিয়াঙ্কার নামের সঙ্গে যুক্ত হলো জোনাস।

বিয়ের এবং মধুচন্দ্রিমার ছুটির আগে সোনালি বসুর পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা। আজ সোমবার বিয়ের আগে শেষবার শুটিং করেন এই অভিনেত্রী। এরপরই বিয়ের ছুটিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।

তাই ছবির পুরো ইউনিট মিলে আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে তাকে শুভেচ্ছা জানাতে আনা হয়েছিল কেক। আর সেই কেকে লেখা ছিল-‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হওয়ার জন্য আমাদের প্রিয় কনেকে অভিনন্দন’।

এই অনুষ্ঠানটি প্রিয়াঙ্কার জন্য অনেকটাই বিস্ময়ের ছিল। এই আয়োজনের কথা তিনি নাকি জানতেন না। অনুষ্ঠানে মুগ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া, জড়িয়ে ধরেন পরিচালক সোনালি বসুকে। এ সময় আরও ছিলেন নিক জোনাস।

এছাড়া উপস্থিত ছিলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। কেক কেটে নেচে–গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেছেন সবাই। অন্যদিকে যোধপুরের উমেদ ভবন প্রস্তুত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজে তদারকি করছেন সব কিছু।

বিয়ের পর মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি। তবে কোথায় হানিমুন হবে সেটা গোপন রেখেছেন। বিয়ে এবং মধুচন্দ্রিমা শেষে আগামী ১৭ ডিসেম্বর আবারও ‘স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা।



আপনার মূল্যবান মতামত দিন: