ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মনোনয়ন বঞ্চিতদের প্রতি সহানুভূতি দেখালেন প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮ ২১:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮ ২১:৩৭

স্টাফ রিপোর্টার: ঢাকা, ২৩ নভেম্বর- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে। তবে রাজনৈতিক কৌশলের কারণে এখনও তা প্রকাশ করেনি দলটি। এতোমধ্যে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়টি জেনে গেছেন প্রত্যাশী নেতারাও। বাইরে তারাও মুখ খুলছেন না দলীয় নিষেধের কারণে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নেতার ভিড় কেবলই বাড়ছে। তারা প্রতিদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছেন।

গণভবনে মনোনয়নবঞ্চিতরা তাদের ভরসাস্থল প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নিজেরা কেঁদেছেন, অন্যদের কাঁদিয়েছেন।

মনোনয়নবঞ্চিত অনেকের চোখের পানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কিছু সময়ের জন্য আবেগাপ্লুত হয়েছেন। তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আবার ক্ষমতায় গেলে সবাইকে মূল্যায়ন করার আশ্বাসও দিয়েছেন। বলেছেন, যোগ্যতা থাকার পরও সবাইকে মনোনয়ন দেওয়া অসম্ভব। মনোনয়ন পাবেন একজন। তাই কষ্ট ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে। মহাজোটের প্রার্থীদের নির্বাচিত করতে হবে।

গণভবনের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নেতা বলেছেন, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা অন্য সব দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের প্রত্যাশার কথা জানালেও বুধবারের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যতিক্রম। এদিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নবঞ্চিত কয়েকজন নেতার কথা শুনেছেন প্রধানমন্ত্রী। এ সময় অনুষ্ঠানমঞ্চে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: