
স্টাফ রিপোর্টার: নিয়মানুযায়ী মনোনয়ন বাতিল হয়েছে, এ নিয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোন অবস্থাতেই এক তরফা নির্বাচন করতে চান না। নির্বাচনের পরিবেশ ক্ষুন্ন হোক দলও সেটা প্রত্যাশা করে না।
দেশের স্বার্থেই নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেয়া থেকে বিরত থাকা উচিত বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও জোটের চূড়ান্ত মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: