
স্টাফ রিপোর্টার: আদালতের আদেশে বিএনপির প্রার্থীরা অযোগ্য হয়েছেন, এতে আওয়ামী লীগের কোন প্রভাব বা রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ইস্যুতে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, 'আগামী নির্বাচনে তাদের জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। সেই কারণেই তারা আজ নির্বাচন বানচাল করার জন্য দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত করছে। নির্বাচনী পরিবেশ তারা বিঘ্নিত করতে চাইছে।'
তিনি আরও বলেন, 'নিজেরা কোনো আন্দোলন করতে পারেনি। সেজন্য অন্যদের ইস্যুতে নাক গলাচ্ছে, অন্যদের ইস্যুতে অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা তো তাদেরকে নিশ্চিহ্ন করতে চাইনি। তাদের উপর যা হচ্ছে তা আদালতের আদেশে হচ্ছে।'
আপনার মূল্যবান মতামত দিন: