odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সড়কের ১৫ কি.মি. জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালো জনগণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ December ২০১৮ ২২:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ December ২০১৮ ২২:০৬

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন তিনি। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার গাড়িবহর মাদারীপুরের শিবচরে অবস্থান করছে।

এসময় প্রধানমন্ত্রীকে বরণ করতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে সারিবদ্ধ শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে মাদারীপুরবাসী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

আজকে টুঙ্গিপাড়ায় পৌঁছে আওয়ামী লীগ সভানেত্রী প্রথমে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন। এরপর দুপুর আড়াইটায় কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন: