ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

বিজয়ের সাজে রাজধানী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৪:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ December ২০১৮ ১৪:০৯

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সেজেছে মনোরম আলোকসজ্জায়। সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বলে উঠে রং-বেরংয়ের আলোকচ্ছটা। যা দেখে মুগ্ধ নগরবাসী।

বিজয় মানে আলো। আলো মানেই বিজয়। তাইতো বিজয়ের ৪৭ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়।

বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে এরিমধ্যে শেষ হয়েছে আলোকসজ্জার কাজ। মূলত শনিবার ও রবিবার রাতে আলোকসজ্জা করার কথা থাকলেও শুক্রবার রাত থেকেই জ্বলছে আলোর বাতি। শেষ মূহুর্তের কাজে ব্যস্ত শ্রমিকেরা।

এদিকে বিজয় দিবসের এমন সাজে মুগ্ধ অনেকেই। তাদের কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন; আবার অনেকে সুন্দর এ দৃশ্য করছেন ক্যামেরাবন্দি।

সবার প্রত্যাশা, রাতের এই বর্ণিল আলোর ধারার মতোই উদ্ভাসিত হোক বাংলাদেশের আগামী।



আপনার মূল্যবান মতামত দিন: