
জাতীয় পার্টির মাগুরা জেলার আহবায়ক ও মাগুরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সেই সাথে তিনি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। সোমবার শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় ঐক্যবদ্ধভাবে নৌকা পক্ষে কাজ করতে একজোট হন তারা।
সভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট রতন কুমার মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, মাগুরা-১ আসনের মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম-আহবায়ক মোজম্মেল হক হারুন প্রমুখ। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অধ্যাপক কামরুজ্জামান চাঁদসহ মহাজোট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাইফুজ্জামান শিখর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী না করতে পারলে সকল উন্নয়ন থেমে যাবে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশকে ধ্বংশের দার প্রান্তে নিয়ে যাবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এর আগে মাগুরা জেলা ১৪ দলের নির্বাচনী সভা রবিবার রাতে শহরের সৈয়দ আতর আলী সড়কে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ১৪ দলের সমন্বয়ক মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জাতীয় পার্টি (জেপি) ফতেহ আলী টিপু প্রমুখ।
সভায় ১৪ দলের পক্ষ থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণা আরো জোরদার করার সিদ্ধান্ত নেন উপস্থিত নেতারা।
আপনার মূল্যবান মতামত দিন: