
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের শিক্ষা
লাভের সহায়তা হিসেবে শিক্ষাভাতা প্রদান করা হয়েছে।
আজ ১৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা সমাজসেবা অফিসার ওবাইদুর রহমানের সঞ্চালনায় শিক্ষাভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাজেলা আওয়ামলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু।
অনুষ্ঠানে উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরে ৫০০ টাকা, মাধ্যমিক স্তরে ৬০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৭০০ টাকা এবং ডিগ্রী স্তরে ১২০০ টাকা হিসেবে ১৫১ জন
প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক শিক্ষাভাতা প্রদান ও উপজেলার কাদের সুফিয়া অটিজম ও প্রতিবন্ধী স্কুলের শতভাগ ছাত্রছাত্রীদের শিক্ষাভাতা প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: