ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগে যোগ দিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮ ২২:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮ ২২:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।

আজ (বুধবার) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন বিএনপির সাবেক এই নেতা। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম আহমেদ চৌধুরী।

প্রাথমিক মনোনয়নের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। গত ২৮ নভেম্বর সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেয়ার সময় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছিলেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহিতের ভাই এ কে এ মোমেন।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন ইনাম। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ইনাম। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় দেখা যায়নি তাকে। তবে বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি। ২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটকও হয়েছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: