
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহারের কথা ভুলে যায় না আওয়ামী লীগ। জনগণকে দেয়া ওয়াদা পূরণ করা হবে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির সুধাসদনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কল্যাণে কাজ করেছে সরকার। দশম সংসদ নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশের প্রত্যেকটি ঘর আলোকিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সুষম উন্নয়নে বিশ্বাসী বলেই সারাদেশে সার্বিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। আবার ক্ষমতায় গেলে এসব পরিকল্পনা বাস্তাবায়ন করা হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণ অবশ্যই নৌকায় ভোট দেবেন।
আপনার মূল্যবান মতামত দিন: