odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

আবারও দেশের সেবা করার সুযোগ দিন: রংপুরে জনসভায় প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৬:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ December ২০১৮ ১৬:২১

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আজ রোববার রংপুরের তারাগঞ্জের জনসভায় বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে অর্থনৈতিক স্বাধীনতা এসেছে। এসময় শেখ হাসিনা নৌকায় ভোট দিয়ে আবার দেশ সেবা করার সুযোগ চাইলেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সভামঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান শেখ হাসিনা। এসময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এদিকে তারাগঞ্জে জনসভার পর সড়ক পথে তার শ্বশুরবাড়ি পীরগঞ্জে পৌঁছে দুপুর আড়াইটার দিকে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



আপনার মূল্যবান মতামত দিন: