ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
কামরাঙ্গীরচরে আঃ লীগ নির্বাচনী প্রচারণায় সম্রাট,

'শেখ হাসিনা মানেই দারিদ্র বিমোচন, দেশের উন্নয়ন'

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:০২

 

আজ সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগ্রামী সফল সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই ক্ষুধা বিমোচন, দেশের উন্নয়ন।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, উন্নয়ন কল্পে চলমান অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষে দেশের যোগ্য নেত্রী, জনদরদী শেখ হাসিনার নৌকাকেই আমারা আবার বিজয়ী করব ইনশআল্লাহ।

৩০  ডিসেম্বর অনুষ্ঠিত নৌকার জয়কে সুনিশ্চিত করতে সর্বদাই সকল পরিস্থিতিতেই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সক্রিয়ভাবে প্রস্তুত।

ভোটারদের উদ্দেশ্যে সম্রাট বলেন, আপনারা বিএনপিসহ অন্যান্য দলগুলোর ক্ষমতায় থাকা কালীন সময়কে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সময়ের সাথে তুলনা করুন। যদি দেখেন যে, উন্নয়ন আর জনগণের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার হাতেই হয়েছে তাহলে আবার নৌকাতেই ভোট দিন, অব্যাহত রাখুন উন্নয়নের ধারাবাহিকতাকে।

আর আপনারা এটাই দেখতে পাবেন নৌকা মানেই দেশের উন্নয়ন, জনগণের ভাগ্যের পরিবর্তন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।



আপনার মূল্যবান মতামত দিন: