
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত পদে আর নেই জাতীয় পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা গেছে, ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ পান এরশাদ। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী ছাড়া ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করে সরকারি দল। তবে এবার জাতীয় পাটির কোন সদস্যকে মন্ত্রিসভায় রাখা হয়নি। জাপাকে বিরোধী দলে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: