ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জাপা কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯ ১৮:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯ ১৮:০১

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তাদের দল কখনোই প্রশ্নবিদ্ধ বিরোধী দল হবে না। সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রেখেই সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাপা আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি শক্তিশালী দলে পরিণত হবার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সমীকরণে অনেক জনপ্রিয় ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নেতাই যোগ দেবেন জাতীয় পার্টিতে। অনেক দল নিশ্চিহ্ন হলেও জাতীয় পার্টি বেঁচে থাকবে সাধারণ মানুষের ভালোবাসায়।

সোমবার দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন।

এ সময় রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা রহমান ডালিম, সহ-সভাপতি লুৎফর রহমান, নজরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হকসহ রাজশাহী মহানগরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: