ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীর ৬ জনকে আর্থিক সহায়তা প্রদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯ ১৭:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯ ১৭:৫৩

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌস, লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল)কে চিকিৎসা সহায়তাসহ ৬ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন।
জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণ-পোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।
লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা এবং চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল) কে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।
এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন: