odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সংসদকে প্রাণবন্ত করতে কথা বলার সুযোগ দিতে হবে: জিএম কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ January ২০১৯ ১৯:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ January ২০১৯ ১৯:১৫

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে কথা বলার সুযোগ চাইলো বিরোধী দল। বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের বলেন, ‘জনগণের পক্ষে কথা বলতে আমাদের প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে। আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে।’

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার (৩০ জানুয়ারি) স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে বিরোধী দলীয় উপনেতা এ কথা বলেন। জিএম কাদের বলেন, ‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক আমরা সেটাই চাই। সংসদকে কার্যকর রাখতে হবে। বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনও বাধা হবে না বলে আমরা মনে করি।

আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে। মানুষ সংসদের প্রতি আগ্রহী হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি অনুরোধ থাকবে— আমাদের যুক্তিসঙ্গত কথাগুলো শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নিলে সংসদের প্রতি মানুষের আস্থা বাড়বে।’



আপনার মূল্যবান মতামত দিন: