odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক এবং ক্রাউন প্রিন্সের চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক প্রকাশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ February ২০১৯ ০৬:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ February ২০১৯ ০৬:৫৪

সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন।

বাদশাহ সালমান বলেন, আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

একই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তাঁর শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সুত্র ইত্তেফাক 



আপনার মূল্যবান মতামত দিন: