ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে : চুমকি

Admin 1 | প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭ ১১:০৪

Admin 1
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭ ১১:০৪

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে।
আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, পুতুলের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এবং শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক সুলতান আলম এবং বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।
এসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নাচ, গান আর আবৃত্তি পরিবেশন করে।



আপনার মূল্যবান মতামত দিন: