
বিএসএমএমইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির তিন সদস্য৷
রোববার রাত ১০টায় ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান বিএনপির প্রতিনিধিদল। এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. আব্দুল মঈন খান। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে তারা বের হয়ে যান।
তবে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ওবায়দুল কাদেরকে দেখতে যাওয়ার অনুমতি না থাকায় তারা দেখা করতে পারেননি।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, সিসিইউতে যাওয়ার অনুমতি না থাকায় আমরা বাইরে ওবায়দুল কাদেরের স্ত্রীর সঙ্গে এবং বিএসএমএমইউ’র উপাচার্যের সঙ্গে দেখা করেছি। তাদের কাছ থেকে ওবায়দুল কাদেরের সার্বিক খোঁজ-খবর নিয়েছি।
তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করছি।
রোববার ভোররাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কাদেরকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: