ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে’

Akbar | প্রকাশিত: ৫ মার্চ ২০১৯ ২০:৪১

Akbar
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯ ২০:৪১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে।

মঙ্গলবার দলের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই সার্জারি করা হবে। কাদেরের সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত কাদেরের শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হওয়ায় সোমবার তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে সিঙ্গাপুরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি।



আপনার মূল্যবান মতামত দিন: