ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আগামীকাল গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর শপথ নেবেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ মার্চ ২০১৯ ২২:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯ ২২:৫১

 

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ আগামীকাল সংসদ সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন।
তিনি সংসদ সদস্য হিসাবে আগামীকাল বেলা ১১টায় শপথ গ্রহণ করবেন বলে আজ জাতীয় সংসদ সূত্রে জানা গেছে।
গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, গণফোরামে আরেকজন নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান আগামীকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন না। মোকাব্বির খান পরে শপথ গ্রহণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত রোববার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় থেকে গণফোরামের দুই নেতাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি ইস্যু করা হয়।
গত ২ মার্চ গণফোরামের দুইজন নির্বাচিত সংসদ সদস্য ৭ মার্চ তারিখে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মূলত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন লাভ করে।



আপনার মূল্যবান মতামত দিন: