
ডেস্ক: ওয়াশিংটনে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে বৈশাখীমেলা-১৪২৬। প্রথমবারের মতো প্রবাসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী ‘বলীখেলা’। খেলার জন্য ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব বৈশাখীমেলা ঘিরে এ বলীখেলার আয়োজন সাজিয়েছে ওয়াশিংটনের সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি (ডিএমভি)। এ তথ্য জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা আকতার। শনিবার অনুষ্ঠিত বৈশাখীমেলায় এ আকর্ষণীয় বলীখেলা অনুষ্ঠিত হবে।
বলীখেলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বলীদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আইফোন, আইপ্যাড ও ট্যাবলেট। ভার্জেনিয়ার বাংলাদেশি রেস্টুরেন্ট কাবাব কিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেনের সৌজন্য এ পুরস্কার প্রদান করা হবে। খেলা শুরু হবে ১২টায়।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সঙ্গে আমন্ত্রিত নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী কামারুজ্জামান বকুল, বাউলশিল্পী সায়েরা রেজা বৈশাখীমেলার মঞ্চ মাতাবেন। এ ছাড়া বৈশাখীমেলায় সংগীত পরিবেশন করবেন দেশের এই সময়ের জনপ্রিয় শিল্পী অভিনেতা তাহসান।
অনুষ্ঠানে পান্তা ইলিশ ভর্তাসহ নানা রকমের শাড়ি চুড়ি খেলনাসহ নানা ধরনের খাবারের স্টলে থাকবে ভরপুর। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯ ও বোরহান আহমেদ ২০২-৭১৪-৭০৩৮ -এর সঙ্গে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: