odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

ইতালিতে বাংলাদেশ সমিতি ভেনিসের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা

Akbar | প্রকাশিত: ৬ April ২০১৯ ২০:৪১

Akbar
প্রকাশিত: ৬ April ২০১৯ ২০:৪১

ডেস্ক: ইতালিতে বাংলাদেশ সমিতি ভেনিসের আয়োজনে মহান স্বাধীনতা দিবস, অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভেনিসের মেসরে ভিয়া ফরতে মারঘেরা ১৯১ মেট্রোপলিটানা শহরে ভেনেজিয়া অডিটোরিয়ামে এক অনাড়ম্বর পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে নবগঠিত বাংলাদেশ সমিতি ভেনিসের মহান স্বাধীনতা দিবস, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশুরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সকলের উপস্থিতিতে নিউজিল্যান্ডের মুসলিম হত্যা ও ঢাকার বনানীতে আগুনে পুড়ে যাওয়া শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বাংলাদেশ সমিতি ভেনিসের সভাপতি মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল বাকি রোনাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস কমুনের মেয়র লুইজি ব্রোনিয়ারোর, প্রতিনিধি প্রথম কাউন্সিলর রেনাতো বোরাজো, ভেনিসের মেস্ত্রে পৌরসভার প্রেসিডন্ট ভিচেন্সো কন্তে, ফাভারো পৌরসভার প্রেসিডেন্ট মারকো বেল্লাতো, ফাভারো পৌরসভার উপদেষ্টা সেরজো সিনয়র, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভেনেতো রেজিওনের জান আলবের্তো স্কারপা, ভেনিস ক্রিকেটক্লাবের প্রেসিডন্ট আলবের্তো মিজ্জিয়ানি, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান রতন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনির হোসেন, সিনিয়র সহসভাপতি মিলন মোহাম্মদ, সহসভাপতি কাশেম সিকদার, সাংগঠনিক সম্পাদক নেমাল চৌধুরী, অর্থবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা সংগঠনের পক্ষে প্রধান অতিথির কাছে আবেদন জানান স্হায়ী মসজিদের জন্য।

আলোচনাসভা শেষে নতুন কমিটির অভিষেক ও সকলের অংশগ্রহনে প্রতিযোগিতামূলক লটারীর আয়োজন করা হয়। লটারীতে টিভিসহ ৮ টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আশিক পলসের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। এতে জার্মান, অস্ট্রিয়া, মিলান, তোরিনো, ত্রেভিজো থেকে আগত স্হানীয় শিল্পীরা অংশগ্রহন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: