
আন্তর্জাতিক: অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের(আয়েবা) কার্যনির্বাহী কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্যারিসের আয়েবা সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
আয়েবার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের সভাপত্বিতে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহ পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি রানা তসলিম উদ্দিন, ফকরুল আকম সেলিম, ড. জিন্নুরাইন জায়গিরদারসহ আয়েবার নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, ইউরোপে প্রবাসীদের পক্ষে কথা বলা একমাত্র প্লাটফর্ম হচ্ছে আয়েবা। তারা জিএসপি সুবিধা ফিরে পেতে রোহিঙ্গা ইস্যু ও অভিবাসন ইস্যুসহ সর্বপরি বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। যা সত্যি প্রশংসার দাবী রাখে।
এসময় আয়েবার নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়নের সবসময়েই তারা বদ্ধপরিকর। আগামী দিনে ইউরোপের প্রতিটি দেশে আয়েবার কর্মসূচি প্রসারিত করার সঙ্গে সঙ্গে ইউরোপীয়দের ইন্টিগ্রেশনের ওপর আরো গুরুত্ব দেবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি সুলতান হোসাইন, যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, সহ কোষাধ্যক্ষ হেনু মিয়া, ব্যবসা বানিজ্য বিষয়ক সম্পাদক সুব্রত ভট্টাচার্জ শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, জনসংযোগ সম্পাদক কামাল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য মাহারুল ইসলাম মিন্টু, ইকরাম ফরাজি, টি এম রেজা, তাপস বড়ুয়া রিপন, আজহারুল কবির বাবু, মিলি আলম, আনজুম আরা বিউটি, খলিলুর রহমান।
সভার ২য় পর্বে নির্বাহী পরিষদের সভায় প্রবাসীদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও সুইজারল্যান্ডের জেনেভায় আয়েবা কনভেনশন নিয়ে আলোচনা করা হয়। আয়েবার এই ১৬তম সভায় স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও ইতালী, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রীস, চেগ রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবার নির্বাহী সদস্যরা অংশগ্রহন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: