
আন্তর্জাতিক: সিউলের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূত আবিদা ইসলামের তত্ত্বাবধানে সিউল সিটি হলের অষ্টম তলায় অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা বর্ণিল রঙে সাজবেন।
পহেলা বৈশাখ দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ব্যাপক লোকের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে দর্শকদের আনন্দ দিতে বাংলাদেশ থেকে আসছেন শিল্পকলা একাডেমির একঝাঁক তারকা শিল্পী।
প্রবাস জীবনে ব্যস্ত সময়ের ফাঁকে আসা মানুষগুলো মেতে উঠবেন আড্ডা আর খুনসুটিতে। প্রবাসী বাংলাদেশি, কোরিয়ান ও বিদেশি অতিথিদের জন্য থাকবে ইলিশ, পান্তাভাত, আলুভর্তা, বেগুনভর্তাসহ নানা আইটেম।
আপনার মূল্যবান মতামত দিন: