odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

কপি-পেস্টের মাশুল দিচ্ছেন প্রিয়া প্রকাশ

Akbar | প্রকাশিত: ১১ April ২০১৯ ১৯:২৭

Akbar
প্রকাশিত: ১১ April ২০১৯ ১৯:২৭

বিনোদন: কিছুদিন আগে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে উঠেছিলেন প্রিয়া প্রকাশ বারিয়ার। সেখান থেকেই চলে যান অভিনয়ের জগতে। এবার ভুলের জন্য ফের শিরোনামে এলেন তিনি।

জানা গেছে, সাম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের প্রচার করছেন ১৯ বছরের এই অভিনেত্রী। তারই একটি ছবি শেয়ার করেন প্রিয়া। কিন্তু ভুলবশত সেখানে ক্যাপশনের সঙ্গে ‘টেক্সট কনটেন্ট ফর ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক’ বাক্যটি থেকে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই সেই ভুল সংশোধনও করা হয়। কিন্তু তাতেও রেহাই পাননি প্রিয়া। কপি পেস্টের সামান্য এই ভুলের কারণে ট্রোলিংয়েরও শিকার হন তিনি। তাকে আনফলো করছেন বলেও অনেকে মন্তব্য করেন।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে ট্রোলিংয়ের ইতিহাস নতুন নয়। এর আগে ঠিক একই কারণে তোপের মুখে পড়েছিলেন অভিনেত্রী দিশা পাটানি। তাছাড়া পোশাক নিয়ে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখের মতো সেলেবরা। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়া স্বয়ং।

 



আপনার মূল্যবান মতামত দিন: